Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মুরগির বার্ড ফ্লু রোগের কারণ ও লক্ষণ

মুরগির বার্ড ফ্লু রোগের কারণ ও লক্ষণ






 1968 সালে হংকংয়ে এ রোগ সর্বপ্রথম শনাক্ত করা হয়। আমাদের দেশে 2007 সালে এ রোগ শনাক্ত করা হয়। প্রতি বছর এ রোগে লক্ষ লক্ষ মুরগি মারা যায়।


রোগের কারণ:


বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস দ্বারা এ রোগ হয়। এই ভাইরাস দুটি স্ট্রেইন বা সাব টাইপ হচ্ছে H5 ও H7






লক্ষন:


  1. আক্রান্ত মুরগির পালক এলোমেলো থাকে এবং মুরগি খুবই দুর্বল দেখায়।
  2. চোখ লাল হয়ে যায় এবং চোখের চারিদিক ফুলে চোখ বন্ধ হয়ে যায়।
  3. মাথা, মাথার ঝুটি ও কানের লতিতে পানি জমে ফুলে ওঠে।
  4. নাক ও মুখ দিয়ে পানি ঝরে।
  5. পায়ের পাতা ও হুক জয়েন্টের মধ্যে রক্ত জমে।
  6. খাবারে অনীহা দেখা যায়।

প্রতিরোধ ও প্রতিকার:

এ রোগের কোনো প্রতিকার নেই। তাই প্রতিরোধ করাই উত্তম। প্রতিরোধ প্রক্রিয়া নিম্নরুপ-


  1. স্বাস্ত্যসম্মত পালন ব্যবস্তা মেনে চলা।
  2. জৈব প্রতিরোধ গড়ে তোলা।
  3. মৃত ও আক্রান্ত মুরগি মাটিতে পুতে ফেলা।
  4. সময়মতো টিকা দেওয়া। একদিনের বাচ্চার প্রতি 1 ফোটা করে বার্ড ফ্লু টিকা দেওয়া এবং অন্য যেকোনো বয়সের মুরগির ত্বকের নিচে 1 সিসি করে টিকা ইনজেকশনের মাধ্যমে দেওয়া।

Post a Comment

0 Comments