হাঁসের রোগ ব্যবস্তাপনা ( Disease Management of Duck): হাঁসের রোগবলাই কম হয় । হাঁসের দুটি গুরুত্বপূর্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিচে দেওয়া হলো--
হাঁসের প্লেগ রোগ (Duck Plague)
কারণ: ডাক প্লেগ ভাইরাস (Duck Plague virus) এর সংক্রমণে এই রোগ হয়।
লক্ষণ :
- পা ও পাখা অবশ হয়ে যায়। পাখা ঝুলে পড়ে এবং হাঁস বুকের ওপর ভর দিয়ে বসে থাকে।
- চোখ ফুলে ওঠে, পুঁজ পড়ে ও ভেজা থাকে।
- রক্তযুক্ত পায়খানা হয় এবং লেজের আশপাশ মল লেগে থাকে।
- হাঁস আলো দেখে আতঙ্কিত হয় তাই অন্ধকারে লুকিয়ে থাকে।
- ঠোঁট নীল হয়ে যায়।
- য়াড় বাঁকা করে মাথা উপরের দিকে দিয়ে থাকে।
- নাক, মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হয়।
প্রতিরোধ
- জৈব নিরাপত্তা গ্রহন করা।
- আক্রান্ত হাঁস আলাদা করে রাখা।
- মৃত হাঁস ও হাঁসের ব্যবহার করা জিনিস মাটিতে পুতে রাখা।
- হাঁসের ঘর জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা।
- সময় মতো সুস্ত হাঁসকে টিকা দেওয়া।
প্রতিকার
15-20 দিন বয়সের বাচ্ছাকে 1ম বার ১ মাস বয়সে ২য় বার বয়সে ২য় বার এবং এরপর প্রতি ছয় মাস অন্তর প্লেগ রোগের টিকা দিতে হয় । হাঁসের বুকের বা রানের মাংসে 1 মি.লি. করে ইনজেকশনর মাধ্যমে দিতে হবে।
0 Comments
do not share any link