Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হাঁসের প্লেগ রোগ (Duck Plague)

Duck Plague





 হাঁসের রোগ ব্যবস্তাপনা ( Disease Management of Duck): হাঁসের রোগবলাই কম হয় । হাঁসের দুটি গুরুত্বপূর্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিচে দেওয়া হলো--

হাঁসের প্লেগ রোগ (Duck Plague)

কারণ: ডাক প্লেগ ভাইরাস (Duck Plague virus) এর সংক্রমণে এই রোগ হয়।

লক্ষণ :

  1. পা ও পাখা অবশ হয়ে যায়। পাখা ঝুলে পড়ে এবং হাঁস বুকের ওপর ভর ‍দিয়ে বসে থাকে।
  2. চোখ ফুলে ওঠে, পুঁজ পড়ে ও ভেজা থাকে।
  3. রক্তযুক্ত পায়খানা হয় এবং লেজের আশপাশ মল লেগে থাকে।
  4. হাঁস আলো দেখে আতঙ্কিত হয় তাই অন্ধকারে লুকিয়ে থাকে।
  5. ঠোঁট নীল হয়ে যায়।
  6. য়াড় বাঁকা করে মাথা উপরের দিকে দিয়ে থাকে।
  7. নাক, মুখ দিয়ে তরল পদার্থ ‍নির্গত হয়।

প্রতিরোধ

  1. জৈব নিরাপত্তা গ্রহন করা।
  2. আক্রান্ত হাঁস আলাদা করে  রাখা।
  3. মৃত হাঁস ও হাঁসের ব্যবহার করা জিনিস মাটিতে পুতে রাখা।
  4. হাঁসের ঘর জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা।
  5. সময় মতো সুস্ত হাঁসকে টিকা দেওয়া।

প্রতিকার

15-20 দিন বয়সের বাচ্ছাকে 1ম বার ১ মাস বয়সে ২য় বার বয়সে ২য় বার এবং এরপর প্রতি ছয় মাস অন্তর প্লেগ রোগের টিকা দিতে হয় । হাঁসের বুকের বা রানের মাংসে 1 মি.লি. করে ইনজেকশনর মাধ্যমে দিতে হবে।




Post a Comment

0 Comments