Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কতটা মানছি লকডাউন (How much is the lockdown?)

 আমরা কতটা মানছি লকডাউন? 




আমরা জানি যে করোনার জন্য দেশের যা অবস্তা আমরা তবুও কোনো ভাবেই সতর্ক হয়ে চলতে শিখিনি যদি আমরা সতর্কতার সাথে চলতাম তাহলে করোনা বেশি মানুষের কাছে ছরাতে পারতো না । আমরা যেখানে সেখানে তুথু, কফ, কাশি, হাঁচি ইত্যাদি আমরা দিয়ে তাকি কোনো সতর্ক  গ্রহন করি না । তার জন্য দায়ি কারা দায়ি আমরা।



তাই আমরা বর্তমানে হাটে বাজারে চলা ফেরা করার সময় মুখে মাক্স ব্যবহার করবো যাতে করে অন্য কারো কোনো ক্ষতি না।
এবং আমরা সতর্কতা আমরা মানি না বলে সরকার লকডাউন দিতে বাধ্য তা না হলে আমাদের এভাবে তাকতে হতো না, কারণ আমরা যদি সতর্ক তা অবলম্বন করি তাহলে আমাদের জন্য ই ভালো আমাদের কাছ থেকে করোনা অনেক আগেই চলে যেত।




যেমন:
 সর্ব প্রথম চীনের উহান শহরে করোনা দেখা ‍দিয়েছে সেখানে সতর্কতা পালন করেছে বলে বর্তমানে সেখানে এখন আর করোনা হয়ে মরেছে বলে আর টিবিতে শোনা যায় না । তাহলে কেন আমাদের বাংলাদেশে করোনার    পরিস্তি এত বয়াবহ কেন শুধু আমাদের জন্য


জানি এইযে আমি কথা গুলো বলছি আপনারা সেটা পরবেন টিক কিন্তু মানবেন না এজন্য বলবো না যে আমার কথা মানেন এটাই বলবো যদি বাহিরে কোনো প্রয়োজন হয তাহলে আপনারা সতর্কতার সাথে বাহিরে যান যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় এবং আপনার পরিবারের কোনো ক্ষতি না হয় সেদিকে কেয়াল রাকবেন।



করোনা ই মানুষ আক্রান্ত এখন দিন দিন বাড়ছে কমছে না আর যার কারনে দেশের দশের ক্ষতি হচ্ছে জনগনের ক্ষতি হচ্ছে স্কুল ছাত্র-ছাত্রীর ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনার মান কমে যাচ্ছে আর সেটার জন্য দায়ি কারা আমরা কারণ আমরা এখনো সতর্কতা অবলম্বন করতে পারিনি।




গুরুত্বপূর্ন কথা 
  1. আমরা যদি বাহিরে যাই তাহলে মাক্স পড়ে ঘড় থেকে বাহির হবো ।
  2. কোনো কিছু ধরার আগে হ্যান্ড সেনিটাইস ‍দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবো।
  3. কারো সাথে হাত মিলালে হ্যান্ড সেনিটাইস ‍দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবো।
  4. কমপক্ষে তিন ফুট ধুর থেকে অন্য কারো সাথে কথা বলবো।
  5. বেশির ভাগ সময় বাড়ির বিতরে থাকবো যাতে করে আমার মাঝে এই রোগটি চরাতে না পারে।
  6. যদি কারো কোনো সমস্যা তাকে যত তারাতারি সম্বভ চিকিৎসা করা। যাতে কর অন্য কারো মাঝে চারতে না পারে।

Post a Comment

0 Comments