Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঈদ মোবারক চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা

 চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা 21 জুলাই





বাংলাদেশের আকাশে রোববার (21 জুলাই) সন্ধায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 21 জুলাই (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।


রোববার বায়তুল মোকারম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা যায় তখন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধমবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।


হিজরি জিলহজ মাসের 10 তারিখ ইসলাম ধর্মালম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত করেন। কোভিড-19 করোনাভাইরাস মহামারিতে বিধিনিষেধের মধ্যে এবার এ উৎসব উদযাপন করতে হতে পারে।

 ইসলামিক সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র , দূর অনধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি 1442 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সোমবার 12 জুলাই থেকে জিলহজ মাস গনণা শুরু হবে। 21 জুলাই(10 জিলহজ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ছুটির কথা:


এবার  ঈদে 20, 21 ও 22 জুলাই সরকারি ছুটি থাকার কথা। এরপর 23  ও 24 জুলাই শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। যদিও করোনা সংক্রমণ পরিস্তিতির মধ্যে কিছুদিন ধরে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে সারাদেশের মানুয়ের জীবন। শিল্প কারখানা ছাড়া বন্ধ সরকারি-বেসরকারি অফিস।

প্রচলিত রীতি অনুযায়ী, গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ 14 জুলা্বই পর্য ন্ধত । বিধিনিষেধের ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে । কিন্তু এখনও করোনা পরিস্তিতির উন্নতি নেই। তাই মনে করা হচ্ছে ঈদও কাটবে বিধিনিষেধের মধ্যে।

Post a Comment

0 Comments