দানি উপজাতি (Dani Tribe Indonesia)
ভুমিকা:
ইন্দোনেসিয়া দানি সম্পদায় পৃথিবীর সবচেয়ে জন বিচ্ছিন্ন জাতি গুলোর মধ্যে এরা অন্য তম এ উপজাতিদের মধ্যে বেশ কিছু আজব রিতি প্রচলিত আছে কেউ মারা গেলে প্রিয়জনদের হাতের আঙ্গুল কেটে দেয় এবং মৃত্য দেহ কে সংগ্রহ করা এবং ছেলেদের একাদিক বিয়ের ক্ষেত্রে শোকুরের সংখ্যা দেখে তা নির্দারন করার মতো নানা ধরনের আজব রিতিতে বরপুর এই উপজাতি ও জনগোষ্টীর মাঝে ।
আর এই আজকের ব্লগ নিয়ে তাকছে দানি উপজাতি নিয়ে বিচতারিত।
মৃল কথা
ইন্দোনেশিয়া প্রশ্চিম নিওগেনির পাহাড়ি অঞ্চল আধুনিকতার ছিটেপুটার কোনো অংশ একানে নেই। এমন দুর্গম এলাকাতেই বসবাস করে দানিরা, 1938 সালে মার্কিন গ্রবেষক আর্শবোল প্রথম দানিদের সন্ধান পান। এর আগে ইন্দোনেশিয়ার জনগন জানতো না তাদের দেশে দানি নামে কোনো উপজাতি আছে। এজাতি গোষ্টির পুরুষরা এক অস্বাভাবিক পোষাক পরিধান করে। যাকে বলা হয় পোটেকা ।
আর নারি রা দেহের উপরের অংশে পরে ইসকার্ট এদের আর্চয জনক হলো প্রিয়জনের মৃত্যুর পর আত্বীয়স্বজনরা হাতের আঙ্গুল কেটে পেলতো। এটিকে শ্রদ্ধা হিসেবে হিৃন বলা হয়। প্রিয়জন হারানোর পর যে ব্যাথা অনুভুত হয় তার প্রতিক হিসেবে দেখা হয় হাতের কাটা আঙ্গুল টিকে। তবে এই নিয়মটি শুধু নারিদের জন্য প্রয়োজ্য ।
দানি পুরুষরা কখনোই তাদের হাতের আঙ্গুল কাটে না । আবার মৃত্য ব্যাক্তিকে শ্রদ্ধা জানাতে এরা মৃত্য দেহকে তাদের বাড়িতে সংগ্রহ করে রাখে। দানিদের অনেকের ঘরে 200 থেকে 300 বছরের পুরুনো মৃত্য দেহ সংগ্রহ করা আছে তবে এটা বাধ্যতা মুলক নয়, তাই এটি সবাই সংগ্রহ করে না। এ জনগোষ্টির মাঝে বহু বিবাহ ও বাল্য বিবাহ প্রচলিত মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। আর ছেলেরা উপার্জন করার পর বিয়ে করার লাইসেন্স পাই।
এর ক্ষেত্রে আবার বরের কতগুলো শকুর আছে তা দেখা হয়। যে পুরুষের যত বেশি শকুর তাকে সে বেশি বিয়ে করতে পারে। আবার সমাজে প্রভাবশালি প্রতিপত্নির উপর নির্বর করে। যার যত বেশি শকুর তাকে গ্রামে তাকে সম্মানি লোক হিসেবে বিবেচনা করা হয়। এদের খাবারের ধরন বেশ অদ্বুদ আস্ত মুরগি বা শকুর তারা কলা পাতায় মুড়িয়ে শিদ্ধ করে খায়।
দানিরা শিকারের পাশাপাশি কৃষি কাজও করে তাকে। কৃষি ক্ষেত্রে এরা নিজেরাই উৎপাদন করে তাকে মিষ্টি আলো ও কলা এজন্য মিষ্টি আলো ও কলা অন্যতম প্রধান খাবার। এ উপজাতির নারিরা রান্নার জন্য বিশেষ ধরনের র্গত ব্যবহার করে তাকে এটি অনেকট ওভেনের মতো কাজ করে। এই ওভেনেই সব কিছু শিদ্ধ করে।
ওক এটা মাংস বা সবজি কলা পাতা দিয়ে মুরিয়ে সেটা শিদ্ধ করে। আর এভাবেই প্রতিটি খাবার শিদ্ধ করে খায়। প্রতি বছর এরা একটি বিশেষ উৎসব পালন করে তাকে। যাকে বলা হয় বালিয়াম পেস্টিবাল ইন্দোনেশিয়া এ অঞ্চলে অন্যান্য উপজাতিরাও এতে অংশ নেই। বিশেষ করে ইয়ালি এবং লানি রাও এতে অংশ নেই।
এই উৎসবটি মুলত মগযুদ্ধ মাটের মধ্যে তিন সপ্রদায়রা যুদ্ধারা যুদ্ধ লিপ্ত হয়। উদ্দেশ্য করা বেশি শক্তিশালি তা প্রমান করা। এই উৎসববের দিন ভালো খাবারের আয়োজন করে। আর সেটি হলো শিদ্ধ করা মাংস ও মিষ্টি আলো । দানিদের অতিতি আপ্রয়নের বিশেষ ক্ষেতি রয়েছে এদের নিজ এলাকাতে বহিরাগতদের অধিকার দিয়েছে। বর্তমানে সেখানে অনেক পর্যটক ঘুরতে যায়। তবে তারা ইংরেজিতে কতা বলতে পারে না।
0 Comments
do not share any link