Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মুরগির বসন্ত রোগের কারণও লক্ষণ (Fowl Pox)

 মুরগির বসন্ত রোগের কারণও লক্ষণ (Fowl Pox)




কারণ:



ফাউল পক্স ভাইরাস (Fowl Pox virus) এর আক্রমণে এ রোগ হয়।


লক্ষণ:

  1. মাথার ঝুটি, গলকম্বল ও পায়ের কাছে ছোট গুটি হয়।
  2. চোখের পাশে গুটি হওয়ায় চোখ বন্ধ হওয়ার উপক্রম হয়।
  3. গুটি প্রথমে লাল থাকে পরে কালো বর্ণ ধারণ করে।
  4. চোখ ও নাক দিয়ে তরল লালা নিঃসৃত হয়, চোখ ফুলে ওঠে ও শক্ত হয়ে যায়।
  5. শ্বাসকষ্ট হয় এবং খাদ্য খেতে পারে না।
  6. আক্রমণে বেশি হলে ছোট ‘বাচ্চা মারা যায়।


প্রতিরোধ ও প্রতিকার:


  1. জৈব নিরাপত্তা ব্যবস্তা গড়ে তোলা।
  2. সুস্ত মুরগি থেকে অসুস্ত মুরগি আলাদা করা।
  3. মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলা।
  4. বসন্তের গুটি বা ক্ষতস্তানে ডেটল, আয়োডিন বা পটাশের পানি দিয়ে 2/3 বার ধুয়ে দেওয়া। ক্ষতস্তানে জীবাণুনাশক পাউডার লাগানো।
  5. সাময় মতো সুস্ত মুরগিকে টিকা দেওয়া। বাচ্চার বয়স 2 সপ্তাহ হলে পিজিয়নপক্স ভ্যাকসিন এবং বাচ্চার বয়স 4 সপ্তাহ হলে ফাউল পক্স ভ্যাকসিন ‍দিতে হবে।

Post a Comment

0 Comments