Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মুরগির কলেরা (Fowl Cholera) ও পুলোরাম রোগ কারণ ও লক্ষণ

 মুরগির কলেরা (Fowl Cholera) ও পুলোরাম রোগ কারণ ও লক্ষণ


Fowl Cholera
Fowl Cholera


কারণ:

পাসচুরেলা মালটোসিডা (pasteurella multocida) নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়।

লক্ষণ:

  1. মুরগি ঘনঘন সবুজ বা হলুদ বর্ণের পাতলা মলত্যাগ করে।
  2. ঝুটি, গলকম্বল ও কানের লতি নীলাভ হয়ে যায়।
  3. ডানা ঝুলে পড়ে এবং পালক এলোমেলো হয়ে যায়।
  4. ঝুটি ও চোখ-মুখ ফুলে যায়।
  5. মুরগি মারা যায়।

প্রতিরোধ ও প্রতিকার

  • স্বাস্ত্যসম্মত মুরগি পালন ব্যবস্তা মেনে চলা।
  • সুস্ত মুরগি থেকে অসুস্ত মুরগি পৃথক করা।
  • টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক খাদ্য ও পানির সাথে খাওয়ানো।
  • সময়মতো টিকা দেওয়া (রানের মাংসে 1 পিসি ইনজেকশন করে দিতে হয়)।

পুলোরাম রোগ   


পুলোরাম রোগ

পুলোরাম রোগ




কারণ:

সালমোনেলা পুলোরাম (Salmonella pullorum) নামক ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হয়।

লক্ষণ:

  1. ডিমের মাধ্যমে এ রোগ সংক্রামিত হলে অনেক বাচ্চা ডিমের মধ্যেই মারা যায়।
  2. বাচ্চা ফুটার কয়েকদিনের মধ্যেই অধিক বাচ্চার মৃত্যু হয়।
  3. আক্রান্ত বাচ্চার দুর্বল হয়, শ্বাসকষ্ট হয় এবং হা করে ‍নিঃশ্বাস নেয়।
  4. বাচ্চা কিছু খেতে চায় না, তবে ঘন ঘন পানি খায়।
  5. ব্রুডারের নিচে বাচ্চা একত্রে বা জড়ো হয়ে ঝিমুতে থাকে, বাচ্চার পাখা ঝুলে পড়ে।
  6. বাচ্চা সাদা পাতলা ও আঠালো পায়খানা করে এবং মলদ্বারে তা লেগে থাকে।
  7. বাচ্চা পেটের যন্ত্রণায় চেঁচোমেচি করতে থাকে।
  8. মুরগির ডিম উৎপাদন কমে যায়।
  9. ডিমের উর্বরতা ও ফুটার হার কমে যায়।
  10. আক্রান্ত বাচ্চা হাঁটার সময় একদিকে কাত হয়ে পড়ে।

প্রতিরোধ ও প্রতিকার

নিয়মিত পরীক্ষা করে সালমোনেলার আক্রান্ত মুরগি বাছাই করে বাতিল করতে হবে। সালমোনেলা আক্রান্ত মুরগির বাচ্চা পালন না করা । রোগমুক্ত হ্যাচারি খামার থেকে স্বাস্ত্যবান রোগমুক্ত বাচ্চা এনে খামার করা। কঠোরভাবে স্বাস্তসম্মত বিধি মেনে চলা। রোগ দেখা দিলে প্রাণী চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবনের ব্যবস্তা করতে হবে। 


আমাদের কিছু কথা
যদি আমাদের এই কথা গুলো যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম
আরো কিছু যানতে

Post a Comment

0 Comments