পঞ্চগড়ে বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপের উদ্ধার
ভুমিকা:
সাপটি দেখতে কমলা রং এর মতো এর কোন উত্তর নেই গবেষক দের কাছেও এ প্রর্যন্ত এর দেখা মিলেছে 20 থেকে 22 বার নাম রেড কোরাল । আবাসস্তল হিমালয় হলেও বিষদর এই সাপটি দেখা মিলেছে পঞ্চগড় জেলায় গবেষকরা বলছে সাপটি যেহেতু বিড়ল প্রজাতির তাই এ নিয়ে খুব বেশি গবেষনা হয়নি তবে সাপটি বিষদর হলেও বিষদ গবেষনার প্রয়োজন রয়েছে।
রেড কোরাল দেকতে খুব সুন্দর তেমনি লাইফ স্টাইল সমৎকার অন্যান্য সাপের চেয়ে সম্পুর্ন আলাদা এরা মাটির নিছে তাকতে পছন্দ করে। দিনের বেলাই এক দমই বের হয় না। পঞ্চগড় উপজেলায় সমবার একটি নির্মনাদিন বাড়ির মাটি কুরার সময় এই সাপটি দেখা মিলে।
এবং উদ্ধার করার পর দেখা যায় সাপটি আগাত প্রাপ্ত সে অবস্তায় সাপটি পাটানো হয় রাজশাহী উপজেলায় সাপ সংগ্রহ ও উদ্ধার কেন্দ্রে এখানেই চলচ্ছে চিকিৎসা চট্রগ্রাম মেডিকেল কলেজে রিচার্স সেন্টারের প্রধান প্রষিক্ষক বোরহান উদ্দিন বিশ্বাস জানান পঞ্চগড় উপজেলায় গবেষকরা এই প্রজাতির সাপ দেখতে পেয়েছেন।
ফলে সাপের তালিকয় যুক্ত হলো আরো একটি নতুন নাম গবেষনায় আসবে নতুন মোর এবং বাংলায় এর কোনো নাম নেই এজন্য এই গবেষক এর নাম দিয়েছেন কমলা বতি । স্তানীয়রা একে কমলা বতি বলেই ঢাকছে। 1936 সালে ভারতে উত্তর কান্ডে প্রথম দেখা যায় সাপটি কে এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে উদ্ধার হওয়া সাপটি 22 তাম।
এজন্য বোঝা যায় সাপটি কতটা বিরল তিনি আরো জানান বাংলাদেশে সাপের তালিকায় অন্যতম প্রানি । সাপটি অল্পমাত্রায় বিষদর হলেও এটি থেকে আমরা ভেনং সংগ্রহ করতে পারি তাহলে বুঝতে পারবো কতটা বিষদর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রানি বিষেশঙ্গ অধ্যাপক মনিরুল ইসলাম জানান এই সাপটি উদ্ধারের মধ্য দিয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত গবেষকরা এই প্রজাতির সাপ দেখতে পেলেন মাত্র 22 বার।
উদ্ধার কৃত সাপটি চট্রগ্রাম মেডিকেল ভেনস রিচার্স সেন্টারে রাখা হয়। সেখানেই সাপটি কে নিয়ে বিষেশঙ্গরা গবেষনা করবে। আর আমরা বেভেছিলাম সাপটি পৃথিবী থেকে বিলপ্ত হয়েগেছে তবে সাপটি যখন পঞ্চগড়ে দেখা গিয়েছে আশা করা যায় সেখানে আরো সাপ পাওয়া যেতে পারে এবং বাংলাদেশে আরো নতুন ধরনের সাপও পাওয়া যেথে পারে এবং এই সাপটি লাজুক প্রকৃতির হয়ে তাকে
আমাদের কিছু কথা
যদি আমাদের এই কথা গুলো যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম
আরো কিছু যানতে
যদি আমাদের এই কথা গুলো যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম
আরো কিছু যানতে
0 Comments
do not share any link